মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০৮ জনের। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২৪৮ জন, সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন। ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ দশমিক ৬২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৪৯৮টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫২৮টি। ৭ দশমিক ৮৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এমকে