সত্য কন্যা রোজিনা : কোনাল

২০ মে ২০২১

দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জন্য সোমনুর মনির কোনাল গেয়েছেন ‘সত্য কন্যা রোজিনা’ নামে একটি প্রতিবাদী গান। মঙ্গলবার নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল।

রোজিনা ইসলামের জন্য কোনালের প্রতিবাদী গানটির কথাগুলো- ‘‘রোজিনা তুমি জানো না কত আপনজন তোমার পাশে/ রোজিনা ভয় পেও না সত্যের সুন্দর জয় আছে।/ রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্য কন্যা’/ লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেবো না।’’

কোনাল মনে করেন, রোজিনা ইসলাম একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। সময়ের বুকে ছুরি চালিয়ে সত্য উদঘাটনে তার জুড়ি নেই। পাশাপাশি সু-সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রোজিনা ইসলাম। তার সাথে এমন আচারণ কোনো ভাবেই কাম্য নয়।

 


মন্তব্য
জেলার খবর