মার্কিন সুন্দরী ও সুপার মডেল বেলা হাদিদ বলেছেন, ‘আমি আমার পরিবার ও ঐতিহ্যকে ভালোবাসি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওরা (ফিলিস্তিনিরা) জয়ী হবেন। ইতিহাসই সত্য এবং সে ইতিহাস কেউ কোনোদিন মুছতে পারবে না।’
লস অ্যাঞ্জেলসে তার নেতৃত্বে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলী হামলার প্রতিবাদে শোভাযাত্রাও বের হতে দেখা গেছে। ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে এসময় বেলার সঙ্গে ছিলেন তার দুই বোন।
এর আগেও বেলা লিখেছিলেন, ‘এই বর্বর আক্রমণ কেবলই ক্ষমতার জন্য। ইসরায়েল ক্ষমতার বলে ফিলিস্তিনকে কলোনি বানানোর জন্য উন্মাদ হয়ে গেছে। সব সময়ই ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলা হয়েছে। আর তারা বছরের পর বছর ধরে সেনাবাহিনী দিয়ে বেসামরিক মানুষকে নির্বিচারে মেরেছে। আমার শরীরে ফিলিস্তিনি রক্ত। ফিলিস্তিনের লোকেরা আমাদেরই আত্মীয়, ভাইবোন। আমি তাঁদের সঙ্গে আছি। আমার ভালোবাসা তাঁদের সঙ্গে আছে।’
মডেল বেলা লিখেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই বলে আসছি, আমি একজন গর্বিত ফিলিস্তিনি। আমাকে বলা হয়েছিল, আমার বাবার নাকি কোনো দেশ নেই। আমরা একটা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের মানুষ মিলেমিশে থাকায় বিশ্বাসী। তাঁরা যুদ্ধ চায় না। তাঁরা খুবই শান্তিপ্রিয় উদার মানুষ। তাঁদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ হোক।’