চলতি মাসেই দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর আগামী অর্থবছরে এ রিজার্ভ নিঃসন্দেহে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলেও মনে করছেন তিনি। বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ভার্চুয়াল এ বৈঠকে অর্থমন্ত্রীই সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, গত জুনে রিজার্ভ ছিল ৩৬ বিলিয়ন ডলার।এখন ৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী করোনার সময়ে যে সাহসী প্যাকেজগুলো নিয়েছেন একের পর এক এবং সবগুলো ক্ষেত্রেই তিনি স্পর্শ করেছেন। সে কারণেই সামষ্টিক অর্থনীতির প্রত্যেকটাই এখন উন্নতির দিকে, নেগেটিভ কিছু নেই। দুর্যোগের মধ্যেও এপ্রিল পর্যন্ত আমাদের পণ্য রফতানি ৩২ দশমিক ১ বিলিয়ন ডলার, যেটার গ্রোথ ৮ দশমিক ৭ শতাংশ। রেমিট্যান্সের গ্রোথ হলো ৪০ শতাংশ। ১১ মাসে রেমিট্যান্স হয়েছে ২২ বিলিয়ন ডলার।
এমকে