‘আমার আর কেউ রইল না, শেষ সম্বল ওমর'

২০ মে ২০২১

ইসরাইলি হামলায় পরিবার হারিয়েছেন হাদিদি। চোখের সামনে মারা গেছে স্ত্রী ও তিন সন্তান। তবে অবিশ্বাস্য হলেও সত্য বেঁচে আছে পাঁচ মাস বয়সী ছেলে ওমর। ধ্বংস্তুপের মাঝে মৃত মা তাকে আঁকড়ে ধরে রেখেছিলো তাকে। তবে ওমরের একটি পায়ের তিন জায়গায় ভেঙে গিয়েছে। আপাতত বাবার সঙ্গেই হাসপাতালে রয়েছে সে।

পাঁচ মাস বয়সী শিশুকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হাদিদি বলেন, ‘আমার আর কেউ রইল না, শেষ সম্বল ওমর। তবে আমরাও আর বেশিদিন থাকব না, খুব তাড়াতাড়ি পরিবারের বাকি সদস্যদের কাছে চলে যাব।’


মন্তব্য
জেলার খবর