শেরপুরে ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

২০ মে ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে উপজেলা ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার গোশাইপাড়ায় এ ভবন উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন, সহকারি কমিশনার(গোপনীয়) আশরাফুর রহমান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যাক্তিরা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক জিয়াউল হক অফিস চত্বরে কয়েকটি বৃক্ষ রোপন করেন। এ ছাড়া জেলা প্রশাসক উপজেলার হাজীপুর এলাকায় নবনির্মিতব্য মডেল মসজিদ, বাগড়া এলাকায় ভূমিহীন পরিবারকে দেয়া ঘর, উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে টেবিল টেনিস খেলার উদ্বোধন করেন।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর