মৃত্যু ৩১, শনাক্ত সাড়ে ১৩ হাজার

৩১ জানুয়ারী ২০২২

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৩১ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। ২৯ দশমিক ৭৭ শতাংশ নমুনায় এ রোগের জীবাণু পাওয়া গেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৪২। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৫ হাজার ২৮৪টি, পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৩৫৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১১ জন। বিভাগের মধ্যে ২১ জনই ঢাকার। বাকিদের মধ্যে খুলনার পাঁচজন,  তিনজন করে আছেন রংপুর ও ময়মনসিংহে, চট্টগ্রামের দুইজন এবং রাজশাহীর একজন। ২৬ জন  সরকারি হাসপাতালে, বাকিরা বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর