ছোট বোনের মাথার চুল কেটে দিলেন বড় ভাই-ভাবী

২০ মে ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় পিতার সম্পত্তির ভাগ চাওয়ায় সহোদর বড় ভাই ও তার স্ত্রী মিলে ছোট বোনের মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এদিকে জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে ভাই-ভাবীর কাছে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বালুয়া ইউনিয়নের আটকড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাই-বোন দুজনই স্কুলে শিক্ষকতা করেন। অভিযুক্তরা হলেন- ওই গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী ও তার স্ত্রী পপি বেগম।

ভূক্তভোগী জানান, ঘটনার আগে সকাল ৮টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসনপত্র পরিস্কার করার সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ শুরু করেন। এ সময় তিনি ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ভাগ চাইলে ভাই-ভাবী মিলে তাকে মারপিট করেন এবং মাথার চুল কেটে দেন। ঘটনার পর তিনি থানা পুলিশের সহায়তা নিতে চাইলে তার ভাই বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে দেন এবং নানা রকম হুমকি দেন। এ সময় তিনি ৯৯৯ ফোন করে সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী আরো জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ২০১৭ সালে বাবা মারা যাওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত করতে তার ওপর নির্যাতন শুরু হয়। বাবার বাড়ি থেকে স্কুলে যাতায়াত করেন তিনি। চুল কেটে নেয়ার কয়েকদিন আগেও তার ওপর নির্যাতন করা হয়- এক ভাই তার বাথরুম বন্ধ করে দেয়। পরে নিজের প্রয়োজনীয় কাজ পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে করেন তিনি। তিনি জানান, বাবার মৃত্যুর পর বড় ভাই গোলাম রব্বানী ও ছোট ভাই গোলাম রাসুল বাবার সম্পত্তি ভোগ করছেন, দুই ভাই মৌখিকভাবে ১১ শতকের ওপর বাড়ির অংশও ভাগ করে নিলেও তার হিস্যা বুঝিয়ে দেয়নি।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে ভুক্তভোগীর একটি অভিযোগের প্রস্তুতি চলছে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর