প্রেমের ফাঁদে টোপ ছিল তার সুন্দরী স্ত্রী

২০ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামে স্বামী-স্ত্রীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ফেসবুকে প্রেমের ফাঁদে পেতে কথিত প্রেমিকের কাছে থেকে টাকা-পয়সা ও মোবাইলসহ দামি জিনিসপত্র কেড়ে নিতেন তারা। টোপ হিসেবে নিজের সুন্দরী স্ত্রীকে ব্যবহার করতেন আটকদের একজন। বুধবার (১৯ মে) রাতে নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকা থেকে তাদের আটক করে পাহাড়তলী থানা পুলিশ। তাদের ফাঁদে পড়া এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আটকের পরই ফাঁস হয় তাদের প্রতারণার গোমর।  

আটকরা হলেন- সানজিদা আক্তার (২০), তার স্বামী আলাউদ্দিন (২৪) এবং আলাউদ্দিনের বন্ধু মুক্তার আহাম্মেদ (৩৫)। আটকের আগে সানজিদা ও আলাউদ্দিন দম্পতি থাকতেন ফিরোজশাহ পাশের গলির একটি ভাড়া বাসায়। অন্যদিকে মুক্তার আহাম্মেদের বাসা নগরের ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়ার ছোট মসজিদ এলাকায়।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ফেসবুকে কাইয়ুম নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয় সানজিদা খাতুনের। প্রথমদিকের ‘হাই-হ্যালো’র সম্পর্ক এক পর্যায়ে গড়ায় প্রেম পর্যন্ত। গত ১০ মে এ যুগল নয়াবাজার এলাকায় দেখা করে। সেদিন কাইয়ুমকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে ১ নম্বর পানির কল তালতলা এলাকার খলিল উল্লাহ সর্দারের গলির একটি বাসার গেটের ভেতর নিয়ে যায় সানজিদা। পরে সেখানে কাইয়ুমকে আটকে রেখে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় নগদ ৪ হাজার টাকা ও ভিসা কার্ডে থাকা ৫০ হাজার টাকা। কাইয়ুম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। পুলিশ আরো জানায়, আটকরা শুধু কাইয়ুমকেই নয়, আরো অনেকেই এভাবে ফাঁদে ফেলে তাদের কাছে থেকে টাকা-মোবাইল ও দামি জিনিসপত্র হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আসছে।

পাহাড়তলী থানার অফিসার্স (ওসি) হাসান ইমাম বলেন, আটকের পরে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তারা। ফেসবুকে পরিচয়ে প্রতারণার কাজ তারা আরো আগে থেকে করে আসছে বলে স্বীকার করেছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 

 

 

 


মন্তব্য