ছেলের সামনে বাবাকে হত্যা: মাস্টারমাইন্ড সাবেক এমপি আউয়াল গ্রেফতার

২০ মে ২০২১

রাজধানীর পল্লবীতে ৬ বছরের ছেলের সামনে তার বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের মুল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকালে ভৈরব এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় সুমন বেপারী (৩৩) ও মো. রকি তালুকদার (২৫) নামের আরো দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর পল্লবী ও রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

হত্যাকাণ্ডের শিকার বাবার নাম শাহিন উদ্দিন (৩৪)। তিনি পল্লবী ডি-ব্লকের বাসিন্দা। গত ১৬ মে বিকালে পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনের একটি গ্যারেজের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় শাহিনের মা ঘটনার পরের দিন ১৭ মে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন । গ্রেফতার এম এ আউয়াল সেই মামলার প্রধান আসামি।

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে এ হত্যাকাণ্ডের ঘটানো হয়েছে বলে জানিয়েছেন শাহিন উদ্দিনের পরিবারের সদস্যরা।শাহিন উদ্দিনের ছেলের নাম মাশরাফি, তার সামনেই শাহিন উদ্দিনকে হত্যা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাশরাফি জানায়, বিকালে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরছিল সে। ঘটনার আগে সুমন নামের একজন তার বাবাকে ফোন করেন, ঘটনাস্থলে দেখা করতে বলেন। ঘটনাস্থলে পৌঁছালে তাকে (মাশরাফি) মটরসাইকেল থেকে নামিয়ে দেয়া হয়। একই সঙ্গে তার বাবার সঙ্গে তর্কে জড়ায় সুমন। এ সময় তার বাবাকে লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয় সুমনসহ আরো ৬-৭ জন। এরপর হামলাকারীরা তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার বাবা বাঁচার জন্য পাশের একটি বাড়ির গ্যারেজে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে মামলার এজাহারে শাহিন উদ্দিনের মা আকলিমা বেগম উল্লেখ করেন, গত ১৬ মে বিকেল ৪টার দিকে সুমন ও টিটু নামের দুই যুবক শাহীন উদ্দিনকে জমির বিরোধ মেটানো হবে জানিয়ে ফোন করে ডেকে নেন। শাহীন উদ্দিন মোটরসাইকেলে ঘটনাস্থলে গেলে সুমন ও টিটুসহ ১৪-১৫ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়। এ সময় শাহীন উদ্দিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে ঢুকিয়ে শাহীনকে চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি গ্রেফতার এম এ আউয়ালের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়া করা স্থানীয় সন্ত্রাসীরা শাহীন উদ্দিনকে হত্যা করেছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর