মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বৃহস্পতিবার (২০ মে) সকালে আঁখি আখতার নামের ১৫ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। আঁখি উপজেলার চাতরী গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর মেয়ে। পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে অভিমানে বিষপান করে বলে কিশোরী ভাইয়ের বরাত দিয়ে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ওই কিশোরীকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দিলীপ কুমার তালুকদার/এমকে