শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক

২০ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা বন্দর-ডবলমুরিং থানা এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক বলে জানিয়েছে পুলিশ। আটকরা জাহিদ-খোকন গ্রুপের প্রধান জাহিদ হাসান ওরফে জাহিদ (৩২) ও মো. মঞ্জুরুল আলম খোকন (৩৫)। 

বৃহস্পতিবার (২০ মে) বিকালে বিষয়টি  নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার গভীর রাতে তারা সাঙ্গপাঙ্গদের মাঝে ইয়াবা বিলির জন্য সিডিএ আবাসিক এলাকার  ৯ নম্বর সড়কের মাথায় অবস্থান করছিল। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে খোকনকেও গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, এ গ্রুপে আরো ১০ জন সদস্য আছে।তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ বিভিন্ন স্থানে বিক্রি করে।  আটকদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৮টি  মামলা রয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 


মন্তব্য
জেলার খবর