দুদকের জালে যাচ্ছে জেবুন্নেছা

২১ মে ২০২১

অবৈধ সম্পদের গড়ে তোলার অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র জালে আটকা পড়তে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। ইতোমধ্যেই তার অর্থ-সম্পদের বিষয়ে সংস্থাটি গোপনে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে। আর  আনুষ্ঠানিকভাবেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক বলেছেন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পেলে বিষয়টি খতিয়ে দেখবে দুদক।  বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা আটকে রেখে শারিরীকভাবে লাঞ্ছিতসহ হেনেস্তা করায় দেশজুড়ে আলোচনায় আসেন কাজী জেবুন্নেচ্ছা।হেনেস্তার ঘটনা জানাজানি হওয়ার পর দেশে-বিদেশে তার অর্থ-সম্পদের বিষয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নানা তথ্য প্রকাশ হতে থাকে। ফেসবুকে নেটিজেনরা জানায়, জেবুন্নেছার নামে রাজধানীতে চারটি বাড়ি, ফ্ল্যাট, গাজীপুরে ২১ বিঘা জমি রয়েছে। দেশের বাইরে কানাডায় তিনটি বাড়ি, ও লন্ডনে একটি বাড়ি আছে। আর  শত কোটি টাকার এফডিআর রয়েছে ব্যাংকে। দুদকের কাছেও নানা মাধ্যম থেকে তার অর্থ-সম্পদের বিষয়ে অভিযোগ আসছে বলে জানা যায়। দুদক মনে করছে, এসব অভিযোগের সত্যতা যাছাই করা দরকার। আর  প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অনুসন্ধানে মাঠে নামবে দুদক ।

প্রসঙ্গত, গেল ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। সেখানে শারিরীকভাবে লাঞ্ছিতসহ হেনেস্তা করা হয়। এতে অসুস্থ হযে পড়েন রোজিনা ইসলাম। এরপর তাকে হাসপাতালে নেয়ার পরিবর্তে রাত সাড়ে আটটার দিকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে মামলা করা হয়।  মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর