মন্তব্য
টেক জায়ান্ট গুগলকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার নিন্দা এবং ফিলিস্তিনিদের সমর্থনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির ২৫০ ইহুদি কর্মী।
ওই কর্মীদের সংগঠন ‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে দেয়া চিঠিতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গুগল ইসরায়েলি মানবিক গোষ্ঠীগুলোকে যে সহায়তা প্রদান করে, সেগুলো তদারকি করার আহ্বান জানান।
যেসব কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর হামলায় সহায়তা করছে, সেগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পর্যালোচনা করার জন্য গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেটকে আহ্বান জানিয়েছে।
আরব নিউজ