ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের আমদানি করা অস্ত্রের সবটাই প্রধান প্রধান আধুনিক প্রচলিত অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬১ সাল থেকে প্রতি বছর ইসরাইলে অস্ত্র রফতানি করে আসছে। যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনে ইসরায়েল।
ইসরাইলে অস্ত্র রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ১৯৯৪ সাল থেকে জার্মানি প্রতিবছরই ইহুদিবাদি দেশটিতে অস্ত্র রপ্তানি করছে। জার্মানি থেকে মূলত সাবমেরিন ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল কেনে ইসরাইল। জার্মানি জাহাজপ্রস্তুতকারক থাইসেনক্রুপ মেরিন সিস্টেম এরই মধ্যে ইসরাইলকে ৬টি ডলফিল সাবমেরিন তৈরি করে দিয়েছে। এছাড়া ইসরাইলের মার্কাভা ট্যাংকের জন্য গোলা বা মিসাইল সরবরাহ করে জার্মানির রেঙ্ক এজি কোম্পানি।
ইসরাইলের অস্ত্রাগারে থাকা বিদেশি অস্ত্রের ৫.৬ শতাংশের রপ্তানিকারক হলো ইতালি। ইসরাইলের ব্যবহৃত অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের যন্ত্রাংশও তৈরি করা হয় ইতালিতে। যুক্তরাজ্য ইসরাইলে বিমান, ড্রোন, গ্রেনেড, বোমা, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র রফতানি করে। ইসরাইলে অস্ত্র রপ্তানির তালিকায় রয়েছে কানাডার নামও। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কানাডা থেকে ইসরায়েলের ০.৩ শতাংশ বিদেশি অস্ত্রের যোগানদাতা হলো কানাডা।
সূত্র : মিডল ইস্ট আই