কনডম বিক্রি করবেন নুসরাত!

২১ মে ২০২১

রাজ শান্দিল্যের ‘জনহিত মে জরি’ সিনেমায় কনডম বিক্রি করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘যখন কোনো চরিত্রের জন্য প্রস্তাব পাই, তখন সিনেমাটি কি ঘরানার সেটি নিয়ে চিন্তা করি না। বরং চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং এবং আমি কীভাবে সেটি ফুটিয়ে তুলতে পারব তা নিয়ে ভাবতে থাকি।’

অন্যদিকে রাজ শান্দিল্য বলেন, ‘ছোট শহর থেকে আসা মেয়ের চরিত্রে অভিনয় করবেন নুসরাত। সিনেমায় তিনি শিক্ষিত উচ্চাকাঙ্ক্ষী নারী। বড় শহরে চাকরির খোঁজে আসেন। এরপর একটি কনডম তৈরির কারখানাতে কাজ পান। সেলসের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে এক্সিকিউটিভ হন।’


মন্তব্য
জেলার খবর