পার্টিতে দুই তারকার মারামারি!

২১ মে ২০২১

২০১৮ সালে মার্কিন সাময়িকী বাজার আয়োজিত ‘আইকনস বাই কারেন রোয়েটফেল্ড’ পার্টিতে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুই তারকা নিকি মিনাজ ও র‍্যাপার কার্ডি বি। পার্টিতে দুই শিল্পী মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় কথা কাটাকাটি।

কার্ডির অভিযোগ, নিকি মিনাজ তাঁর ব্যাপারে মার্কিন শোবিজ অঙ্গনে কুৎসা রটাচ্ছেন। এক কথা-দুই কথায় গোলমাল বেঁধে গেলে নিকির দিকে তেড়ে যান কার্ডি।এ সময় নিকির দেহরক্ষী কার্ডিকে হাত দিয়ে ঠেকিয়ে দেন। এতে ওই দেহরক্ষীর কনুইয়ের আঘাতে আহত হন কার্ডি।

উত্তেজিত কার্ডি তাঁর পা থেকে ডিজাইনার জুতা খুলে ছুড়ে মারেন নিকি মিনাজের দিকে। দেহরক্ষীর কনুইয়ের আঘাতে তাঁর কপালের এক অংশ ফুলে ওঠে। আহত অবস্থায় কার্ডি বিকে তাঁর দেহরক্ষীরা ওই পার্টি থেকে বের করে আনেন। খালি পায়ে পার্টি থেকে বেরিয়ে আসেন কার্ডি।


মন্তব্য
জেলার খবর