দুবাইতে আংটি বদল রাখির

২১ মে ২০২১

দুবাইতে গিয়ে আংটি বদলের পর্ব সারলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ এর সেরা সুন্দরী মাহবুবা ইসলাম রাখি। ১৯ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন রাখি।

রাখি বলেন, ‘আমার সঙ্গীর নাম সাজ্জাদ হোসাইন। ২০১৯ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে আমাদের প্রথম দেখা হয়। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকেই সে সিঙ্গাপুরে থাকে।

সাজ্জাদ সিঙ্গাপুরের নাগরিক এবং সেখানেই বিজনেস করে। বুধবার সকালে দুবাইতে হট এয়ার বেলুনে আমাদের আংটি বদল হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


মন্তব্য
জেলার খবর