ফরহাদ খান, নড়াইল:
শপথ নিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। রোববার (৩০ জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভীন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন প্রমুখ।
এ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হয় গত ২৬ ডিসেম্বর। এর মধ্যে দিঘলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) সৈয়দ বোরহান উদ্দিন, লাহুড়িয়ায় এস এম কামরুল ইসলাম কামরান, নলদীতে আবুল কালাম আজাদ পাখি, শালনগরে লাবু মিয়া, নোয়াগ্রামে মুন্সি জোসেফ হোসেন, লক্ষীপাশায় এস এম নুর মোহাম্মদ, জয়পুরে সাইফুল ইসলাম সুমন, লোহাগড়ায় নাজমিন বেগম, মল্লিকপুরে সহিদুর রহমান সহিদ, কোটাকোলে হাচান আল মাসুদ, ইতনায় শেখ সিহানুক রহমান এবং কাশিপুরে মতিয়ার রহমান নির্বাচিত হন।
এমকে