করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতির অভাবের জেরে নরেন্দ্র মোদির জনসমর্থনে ঘাটতি দেখা দিয়েছে। নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
মর্নিং কনসাল্ট’ নামের একটি মার্কিন তথ্য-বিশ্লেষক সংস্থার জনপ্রিয়তার সমীক্ষা অনুযায়ী, চলতি সপ্তাহে নরেন্দ্র মোদির জনপ্রিয়তার সূচক ৬৩ শতাংশ নেমে গেছে, যা ২০১৯ সালের আগস্টের পর থেকে সর্বনিম্ন। গত এপ্রিলে মোদির জনপ্রিয়তায় সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। সে সময় ২২ পয়েন্ট পড়ে গিয়েছিল তাঁর জনপ্রিয়তা।
আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা ইউগভ-এর সমীক্ষায় ধরা পড়েছে, ভারতে গত ফেব্রুয়ারি মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই মোদির জনপ্রিয়তা নিম্নমুখী হয়েছে। ভারতে কোভিড সংকট মেটাতে মোদার সাফল্য প্রসঙ্গে মোটের ওপর ভালো উত্তর দিয়েছেন ৫৯ শতাংশ মানুষ। অথচ ভারতে করোনার প্রথম ঢেউয়ের সময় এই উত্তরদাতার সংখ্যা ছিল ৮৯ শতাংশ।
ভারতীয় সংস্থা সিভোটারের সমীক্ষা অনুযায়ী, গত বছর মোদির কাজে ‘খুবই সন্তুষ্ট’ ছিল ৬৫ শতাংশ মানুষ। এখন তা ৩৭ শতাংশে ঠেকেছে।
রয়টার্স