মন্তব্য
শিনজিয়াং মিলিটারি ডিসট্রিক্টের স্থল ইউনিট আধুনিকায়নে আরও জোর দিয়েছে চীনের সেনাবাহিনী–পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
শিনজিয়াং মিলিটারি ডিসট্রিক্ট মূলত ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের একটি অংশ। সেখানে প্রায় ৯০ হাজার থেকে এক লাখ ২০ হাজার স্থল সেনা রয়েছে যারা ৭৬ ও ৭৭তম আর্মি গ্রুপে বিভক্ত ।
শিনজিয়াংয়ের সেনাবাহিনীতে আধুনিক অস্ত্রেরও জোগান দেওয়া হচ্ছে। শিনজিয়াং মিলিটারি ডিসট্রিক্টকে পুরোনো অস্ত্র ব্যবহারের পরিবর্তে পিএলএ সেখানে জরুরিভিত্তিতে আর্টিলারি, সাঁজোয়া যান ও হেলিকপ্টার পাঠিয়েছে।
দ্য হিন্দুস্তান টাইমস