ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই সম্পন্ন হয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশন (ইসি)- এর সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বলেছেন, এ ধাপে ৫৫ শতাংশের মতো ভোট পড়েছে। দেশে প্রচণ্ড শীত পড়েছে, এ কারণে ভোট পড়ার হার কম হতে পারে। তবে এজন্য মক ভোট দিতে না আসা ভোটারদেরও দোষারোপ করেন তিনি। সোমবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন করে ইসি। এ ধাপে ২১৮ ইউপিতে নির্বাচন হলো, এর মধ্যে ২ ইউপিতে ব্যালটে ও বাকিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।
ইসি সচিব জানান, মাঠ পর্যায়ে প্রাপ্ত তথ্যানুযায়ী সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কোনও কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। তিনি জানান, ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি ছিল। এতে ভোট কম পড়েছে।
ইসি সচিব আরও জানান, ইভিএম-এ ভোট দেওয়ার বিষয়টি জানাতে নির্বাচনের আগে মক ভোট নেওয়া হয়। প্রত্যাশা থাকলেও সেখানে ভোটারদের অনেকে আসেন না। তারা ভোট দিতে এলে বোঝাতে সময় লেগে যায়। এতে বাইরে দীর্ঘ লাইন হয়, অনেকে ভোট না দিয়েই ফিরে যান। ইভিএমে ভোটগ্রহণের গতি বাড়ানোর বিষয়ে ইসি সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবে বলেও জানান হুমায়ন কবীর।
সংবাদ সম্মেলনে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান ও যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এমকে