সাংবাদিকদের সুখে-দুখে এবং গঠনমূলক সাংবাদিকতার পথ অনুসরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনও কিছুই করবে না সরকার। শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। গণমাধ্যমের যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল। বৃহস্পতিবার (২০ মে) সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, সাংবদিক রোজিনার বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তিনি বলেন, তদন্তের মাধ্যমে সত্য বের হওয়ার আগেই তার পক্ষে বা বিপক্ষে আন্দোলন কতটা যৌক্তিক, সেটাও সাংবাদিক বন্ধুদের ভেবে দেখতে হবে।
বিভিন্ন মাধ্যমে প্রচারিত একটি ভিডিও’র কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংশ্লিষ্ট সাংবাদিক একপর্যায়ে নিজের ভুল স্বীকার করে মুখে মুচলেকা দেয়ার কথা বলেছেন। আত্মস্বীকৃত একজনের ভুলের জন্য সাংবাদিক বন্ধুদের এমন অবস্থান গ্রহণ কেন? সাংবাদিকদের বিবেকের কাছে এ প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।
এমকে