মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে, সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার গণভবনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে কাজ করে যাচ্ছে তার সরকার। আমরা স্বাধীন জাতি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। তাই আমরা সব সময় বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবো। কারও কাছে হাত পেতে না, করুণা ভিক্ষা করে না। এ সময় পদকপ্রাপ্তদের দেখে প্রজন্ম থেকে প্রজন্ম দেশের জন্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
এমকে