নিয়ম মেনে মাস্ক পরেন ১৪ শতাংশ মানুষ

২২ মে ২০২১

ভারতের করোনা সংক্রমণ। তবুও বেশিরভাগ মানুষ মেনে চলছেন না স্বাস্থ্যবিধি।  ২৫টা শহরে সমীক্ষা চালিয়ে এই ফলাফল এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির প্রায় ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না। নিয়ম মেনে মাস্ক পরেন মাত্র ১৪ শতাংশ। যারা মাস্ক পরেন তাদের মধ্যে ৬৪ শতাংশ মাস্ক দিয়ে নিজেদের নাক ঢেখে রাখেন না।  ২০ শতাংশ থুতনিতে রাখেন। দুই শতাংশ একেবারে গলায় রেখে দেন। 

করোনার প্রথম ঢেউ থেকেই সরকার ও চিকিৎসকরা বার বার আবেদন জানিয়ে বলছেন, করোনা থেকে বাঁচতে মাস্ক পরতেই হবে। মানতেই হবে দূরত্ববিধি। কিন্তু এত প্রচার, এত আবেদন সত্ত্বেও ভারতের সাধারণ মানুষ চেতনাহীন। 

ডয়েচে ভেলে

 

 


মন্তব্য
জেলার খবর