মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার লালমোহনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারী) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুগঞ্জ বাজারের বেদরকারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন এলাকার বাসিন্দা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি চরফ্যাশন থেকে ছেড়ে আসে। স্থানীয়রা আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দূর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। বাসটি উদ্ধার করা হলে দেখা যাবে- নিচে বা ভেতরে কেউ আটকে আছে কি-না।
এমকে