মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

৩১ জানুয়ারী ২০২২

মূলধারার রাজনীতি থেকে বিএনপি  দিন-দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পেছনে কারণ হিসেবে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কথা বলছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে  তার দফতরে  সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের হিসাবে, বিএনপি এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে, মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা তারা। তাদের বহুদলীয় গণতন্ত্র চটকদার বিজ্ঞাপনের মতোই ছিল।

বিএনপির শাসনামলে নির্বাচন ও উন্নয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, ভোট ডাকাতি এবং ভুয়া ভোটার সৃষ্টিতে এদেশে রেকর্ড সৃষ্টি করে তারা। তাদের কথিত উন্নয়ন ছিল সংযোগহীন বিদ্যুতের খাম্বার মতো। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার ভাগ দিয়ে, অপশক্তির সহযোগী হিসেবে বিএনপি নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। লবিস্ট নিয়োগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। এ লবিষ্ট নিয়োগের অর্থের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর