কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩১ জানুযারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে আমার করোনার ধরা পড়েছে। আমি ভালো বোধ করছি। এ সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা নিন। বুস্টার ডোজ নিন।
এদিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটিতে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এজন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের বেঁধে দেওয়া কঠোর নিয়মনীতির বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে এখনও চলছে বিক্ষোভ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় জস্টিন ট্রুডো ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
এছাড়া ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও অস্ট্রিয়াও।