মন্তব্য
পৃথক দুটি প্রকল্পে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ ঋণের মাধ্যমে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবেন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক বলছে, প্রকল্প দুটির একটি উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্প, অপরটি দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প। মোট ঋণের অর্ধেক ব্যয় হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এ প্রকল্পের আওতায় ২০ জেলায় ৩ হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বাকি অর্থ ব্যয় হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এ প্রকল্পের আওতায় ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।
এমকে