রোজিনায় সবার দৃষ্টি আদালতে

২৩ মে ২০২১

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এর মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন সংক্রান্ত আদেশ দেয়ার দিন ধার্য থাকায় আজ রোববার আদালতের দিকে দৃষ্টি থাকছে দেশের বেশিরভাগ মানুষের। বৃহস্পতিবার ভার্চুয়াল জামিন শুনানি শেষে এ দিন ধার্য করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকুরেদের হাত হেনেস্তা ও পরবর্তীতে তার নামে থানায় মামলা হওয়ায় দেশজুড়ে আলোচিত হন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগ এনে গত সোমবার রাতে মামলাটি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয় তাকে। মামলার তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমাণ্ড আবেদন করে পুলিশ, অন্যদিকে তার জামিন আবেদন করেন রোজিনা ইসলামের আইনজীবি। আদালত রিমাণ্ড আবেদন না মঞ্জুর করেন, জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। একই সঙ্গে রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এদিকে এ মামলার তদন্তের দায়িত্ব বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়েছে।অন্যদিকে রোজিনা ইসলামকে হেনেস্তা করার প্রতিবাদে ও নিঃর্শত মুক্তির দাবিতে নানা ধরণের কর্মসুচি পালন করছেন সাংবাদিকরা।

রোজিনা ইসলাম গত সোমবার পেশাগত কাজে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের চাকুরের তাকে একটি কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখেন। এরপর রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর