মন্তব্য
জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে ভেজা শরীরে পানির মোটরের সুইচ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ কাইয়ুম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাইয়ুম লক্ষীচাপড় সিলিমপুর গ্রামের হাসেন আলীর ছেলে, বিয়ালা বাজারের নিমার্ণধীন একটি বাড়ির কাজ দেখাশুনা করতো সে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, দুর্ঘটনার আগে বাসার ছাদে গিয়ে কাইয়ুম গোসল করার সময় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। নিচে এসে পানি উত্তোলনের জন্য মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুতের তারসহ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাহফুজ রহমান/এমকে