মন্তব্য
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বলেছেন, ইসরাইলের ওপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে সৌদি। জেরুসামেলে মুসলমানদের ওপর হামলা বন্ধের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ফিলিস্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি সব সময় কামনা করে সৌদি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোন করেন সৌদি আরবের বাদশাহ । ফোনে কথা বলার সময় গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন। ইসরায়েলি বাহিনীর হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আল-আরাবিয়্যাহ