বীরভূমের ভূবন বাদ্যকর কাঁচা বাদাম গান দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন। যে গান গেয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, তা এতোটা জনপ্রিয় হয়ে উঠবে যেন কল্পণাও করতে পারেননি। এবার তাকে দেখা যাবে জিটিভির দাদাগিরিতে। গতকাল সোমবার এর শুটিং হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাতকারে ভূবন জানিয়েছিলেন, কলকাতা কখনও দেখেননি। খুব ইচ্ছে কলকাতা আসার। কাঁচা বাদাম গান ভাইরাল হয় নেট দুনিয়ায়। গোটা দুনিয়া থেকে ভুবনের কাছে ছুটে গিয়েছিলেন ইউটিউবাররা। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দিতে এক সময় বিরক্ত হয়ে উঠেছিলেন। থানায় অভিযোগও করেছিলেন। সেই সময়ই দুঃখের সঙ্গে ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, কেউ তার বাদাম কেনেন না, সবাই গান গাইতে বলে!
দাদাগিরিতে যাওয়ার সুযোগ পেয়ে বেশ খুশি ভূবন বাদ্যকর। সামান্য বাদাম বিক্রেতা হয়েও এমন একটি রিয়েলিটি শো তে অংশ নিতে পেরে এবং সৌরভ সাঙ্গুলিকে কাছ দেখতে পেরে আপ্লুত ভুবন। দাদা-গিরির ওই পর্বটি আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি টিভিতে সম্প্রচার করা হবে।
আরআই