মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি: সালমা

২৩ মে ২০২১

মেক্সিকান-আমেরিকান  অভিনেত্রী সালমা হায়েক বলেছেন, ‘মৃত্যুর দুয়ার থেকে’ ফিরে এসেছেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, চিকিৎসক আমাকে বার বার হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করেছিলেন।

তবে চিকিৎসকের সেই পরামর্শ কানে তোলেননি ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। ডাক্তারকে হলিউডের এই তারকা অভিনেত্রী বলেছিলেন, 'তার চেয়ে বাড়িতেই আমার মৃত্যু হোক।'

করোনা আক্রান্ত হওয়ার পর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ৭ সপ্তাহ আইসোলেশনে ছিলেন। এমনকি এখনও তিনি শারীরিকভাবে যথেষ্ট দুর্বল। বছর খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এখনও ‘আগের শক্তি’ ফিরে পাননি তিনি।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকার

 


মন্তব্য
জেলার খবর