‘ইসরাইলি সৈন্যরা দলে দলে ঘুরছে’

২৩ মে ২০২১

৭১ বয়সী ফিলিস্তিনি আবদেলফাতাহ ইসফাকি বলেন, আল জারাহ পাড়া থেকে যারা এখানকার বাসিন্দা নন, তাদের বের করে দিচ্ছে ইসরাইলি পুলিশ এবং তাদের ঢুকতেও দেয়া হচ্ছে না। 

শেখ জারাহ এলাকার এই বাসিন্দা আরো বলেন, ফিলিস্তিনি বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত করা হয়েছে। যদি কেউ এই এলাকার বাইরে যাচ্ছে পরবর্তীতে তাদের আর ঢুকতে দেয়া হচ্ছে না। 

তিনি আরও বলেন, ইসরাইলি সৈন্যরা দলে দলে ঘুরছে। আমরা রাতে ঘুমাতে পারি না। সবসময় ভয়ে থাকি কখন সহিংসতা বেঁধে যায়। 

আল-জাজিরা


মন্তব্য
জেলার খবর