সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

০১ ফেব্রুয়ারী ২০২২

দেশে আবারো বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। সরকার ফের বিধিনিষেধ আরোপ করেছে। ফলে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার ঘোষণা স্থগিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সব নিয়োগ পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সবধরনের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

 

পরবর্তী সময়ে কম সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত হওয়া পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন, সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর