এক চিঠি ১০ কোটি টাকা!

২৩ মে ২০২১

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি নিলামে প্রায় ১০ কোটি টাকা দামে বিক্রি হয়েছে। এতে পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ রয়েছে।

চিঠিটি প্রত্যাশিত মূল্যের চেয়েও তিনগুণ বেশিতে বিক্রি হয়েছে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক এটি কিনে নিয়েছেন। ২১ মে বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এমন খবর দিয়েছে। 

বিবিসি ও গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর