টিকা নিলেন ১২০ বছরের বৃদ্ধা

২৩ মে ২০২১

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলেরই শতবর্ষী এক বৃদ্ধা গ্রহণ করেছেন করোনার টিকা। টিকা নেয়ার পর তার কোনো সমস্যা হয়নি।

১২০ বছরের বৃদ্ধা ঢোলি দেবী টিকা নিয়ে এলাকায় অন্যদের মধ্যে উৎসাহ জুগিয়েছেন। তিনি সবাইকে করোনা টিকা নিতে আহ্বান জানিয়েছেন।

ঢোলি দেবীর বাড়ি জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলার প্রত্যন্ত গার কাতিয়াস গ্রামে। তার কারণে এই গ্রামে টিকা কর্মসূচি সফল হয়েছে।

এনডিটিভি 


মন্তব্য
জেলার খবর