যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক যুগের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। এত তীব্র শীত পড়েছে যে জমে গিয়ে গাছ থেকে ঝরে পড়ছে ইগুয়ানা নামে একটি সরীসৃপ। এমন বিরল দৃশ্য আমেরিকার মানুষ আগে কখনও দেখেনি। খবর এপির।
ঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সানশাইন স্টেট হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্য। কারণ বছরের বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল থাকে রাজ্যটি। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা নরইস্টার ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় নজিরবিহীন ঠাণ্ডা নেমে এসেছে। গেল রবিবার অঙ্গরাজ্যটির তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রী সেলসিয়াস, যা ১২ বছরে সর্বনিম্ন। এত ঠাণ্ডায় অনভ্যস্ত ফ্লোরিডার অধিবাসী, এমনকি অঙ্গরাজ্যটির প্রাণিরাও। কিন্তু তীব্র ঠাণ্ডায় জমে গিয়ে গাছ থেকে ঝরে পড়েছে ইগুয়ানা সরীসৃপ, যা আগে কখনও দেখিনি তারা।
প্রাণি বিশেষজ্ঞরা দাবি করছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় থার্মাল শকে প্যারালাইজ হয়ে যাচ্ছে গিরগিটির মতো দেখতে এ সরীসৃপগুলো। নড়াচড়া করতে না পেড়ে ঝরে পড়ছে তাদের আবাসস্থল গাছ থেকে। ইগুয়ানা শীতল রক্তের প্রাণী হওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পরিবেশের ওপর নির্ভর করে। তাপমাত্রা কমে গেলে কোমায় চলে যেতে পারে সরীসৃপটি।
আরআই