মাছ ধরার সব নৌযানকে ফেরার নির্দেশ

২৩ মে ২০২১

সাগরে অবস্থানরত  মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে আজকের (২৩ মে) মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ইয়াশে পরিণত হওয়ার আশঙ্কা থাকায় এ নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি দেশের চার সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  বিশেষ সতর্ক বাতায়  শনিবার এ নির্দেশনা দেয় আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় সৃষ্টি হলে আগামী ২৬ মে বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে।চারটি সুমদ্র বন্দর বলতে চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার এবং মোংলা সমুদ্রবন্দরের কথা বলছে।

এ দিকে শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’মোকাবিলায় প্রস্তুতি কর্মসূচির পলিসি কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন,  এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেয়া হয়েছে। আগামীকাল (আজ) পরিস্থিতি বুঝে দুই নম্বর সতর্ক দেয়া হতে পারে।  পরশু তা বেড়ে চার নম্বর হতে পারে। প্রসঙ্গত, এবারের ঘূর্ণিঝড় ‘ইয়াশ’নাম দিয়েছে ওমান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর