অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চাকরির পেছনে না ছুটে মৎস্য উৎপাদনের মতো আত্মকর্মসংস্থানমূলক খাতে সম্পৃক্ত হতে তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ আহবান জানান। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে বর্তমানে মৎস্য খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষিত তরুণরা নিজেরাই মৎস্য খামার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এ খাতে কাজ করার জন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির যোগান নিশ্চিত করতে যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, তাদের জন্য সুযোগ সৃষ্টি, জলাধার সংস্কার ও সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে গবেষণার ওপর জোর দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এমকে