বাড়ানো হয়েছে সোনার দাম

২৩ মে ২০২১

বেশ কয়েকটি কারন দেখিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষনা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। রোববার (২৩ মে) থেকে নতুন দাম কার্যকর হবে। তবে রুপা বিক্রি হবে  পূর্বনির্ধারিত দামেই। শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বাজুস জানিয়েছে, ভরিতে  ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৪ ও সনাতন পদ্ধতির সোনার দাম ৫১ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ হিসেবে করোনা সৃষ্ট অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানান ধরনের দাপ্তরিক জটিলতায় স্বর্ণবার আমদানি  না করতে পারা এবং চাহিদার বিপরীতে যোগান কম থাকার কথা বলছে।

এদিকে ক্যাটাগরি অনুযায়ী প্রতি ভরি রুপা ২২ ক্যারেট এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট  ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। প্রসঙ্গত, গত ১০ মে ভরিতে সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। নতুন দাম বাড়ানোর ফলে  চলতি মাসেই দুদফায় সোনার দাম বাড়ালো দেশের বাজারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর