মন্তব্য
প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কিন্তু এরই মধ্যে সফরকারী শিবিরে এলো দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হযেছেন দলটির একজন কোচ ও দু’জন ক্রিকেটার।
তারা হলেন- চামিন্দা ভাস। দু'জন ক্রিকেটার হলেন ইসুরু উদানা ও শিরান ফারনান্দো। ম্যাচের আগের দিন করা করোনা টেস্টে তাদের পজিটিভ আসে। এখন আরেকটি টেস্টের ফলের অপেক্ষায় আছে দল। এটি পাওয়া যাব ১১টার পর।
এদিকে খেলোয়াড়-কোচ আক্রান্ত হওয়ায় প্রথম ওয়ানডে নিয়ে জেগেছে শঙ্কা। এটি শুরু হওয়ার কথা ছিল রবিবার ১টা।