কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে শিপন (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে গোদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শিপন উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বরবশী গ্রামের ইউপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেনের ছেলে, পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী। শিপনের স্বজনরা দাবি,এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শিপনের বাবা আলতাফ হোসেন জানায়, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে কবির, মিজান, বাবলু, ময়েন গং শনিবার রাত আনুমানিক ১১ টায় শিপনকে গোদের বাজার থেকে ডেকে নিয়ে যায়। পরে কবিরের বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে বুকের উপর কোপ মারে। মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় শিপনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গ্রুপের সাথে পান্টি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রুপের বিরোধ চলছে। এ বিরোধের জেরেই জাফর গ্রুপের শিপন খুন হন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আধিপত্যকে কেন্দ করে এলাকায় জাফর ও সুমন গ্রুপের বিরোধ চলছিল। বিরোধের জেরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শিপনের মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাহমুদ শরীফ/এমকে