মন্তব্য
চারটি সংসদীয় আসনের অনুষ্ঠেয় উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না। না নেয়ার পেছেনে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়াসহ বেশ কয়েকটি কারনের কথা বলছে দলটি। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চারটি আসন হচ্ছে- লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।
বিএনপি মহাসচিব জানান, এ নির্বাচনের বিষয়ে শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার বাইরেও বিদ্যমান নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে এসব আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ করবে না তারা।
এমকে