ট্রাককে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন সহকারিসহ চালক

২৩ মে ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাল পবিহবনে ব্যবহৃত পিকআপের চালক ও তার সহকারি (হেলপার)। রোববার (২৩ মে) সকালে বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি চালাচ্ছিলেন ভুক্তভোগীরা।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)। মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, ট্রাকটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর