ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই প্রতিহত করেছে বলে দাবি করেছে। সোমবার সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট কিছু স্থাপনাকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল।
২০১১ সালে শুরু হওয়া সিরীয় সংঘাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করার লক্ষ্যে তখন থেকেই সেখানে তেহরান-সমর্থিত হেজবুল্লাহ নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান উপস্থিতি রয়েছে।
তবে ইরান-সমর্থিত হাজার হাজার যোদ্ধার দেশজুড়ে ঘাঁটি রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে সিরিয়া। দেশটি বলছে, যুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সামরিক সহায়তা বৃদ্ধি করেছে তেহরান। একই সঙ্গে সিরীয় সেনাবাহিনী পুনর্গঠনে তেহরান সাহায্যকারী উপদেষ্টার ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
আরআই