মন্তব্য
জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের সদর উপজেলায় গোসলের সময় নদীর পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আয়েশা আমদই গোয়াবাড়ীঘাট এলাকার বাসিনাদা রাসেল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পার্শ্বে তুলসীগঙ্গা নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়। এর কিছু সময় পর তার লাশ ভেসে ওঠে। তাৎক্ষণিক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ঘটনার পর আয়েশাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।
মাহফুজ রহমান/এমকে