‘ইয়াস’র ধাক্কা সামলাতে প্রস্তুত চট্টগ্রাম জেলা প্রশাসন

২৩ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর সম্ভাব্য ধাক্কা সামাল দিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সচেতনতা সৃষ্টি, আশ্রয়কেন্দ্র ঠিকঠাক, বিদ্যুৎ ব্যবস্থা, ত্রাণ ও খাদ্য সামগ্রী মজুদ, মেডিকেল টিম গঠনে পদক্ষেপসহ উপকূলবর্তী সব উপজেলার ইউএনও, এসিল্যান্ড, ওসি, পিআইও ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫-২৬ মে বাংলাদেশে আঘাত হানতে পারে ‘ইয়াস’। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও জরাজীর্ণ আশ্রয়কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য ভৌত অবকাঠামো প্রস্তুত করতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। ৫০০ টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত হয়েছে। ৫ জন এডিসি ইতোমধ্যে উপকূলবর্তী উপজেলাগুলোর আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

 

জেলা প্রশাসক আরো জানান, যে কোন সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও আশ্রয়কেন্দ্রে আনয়ন, সচেতনতা সৃষ্টির লক্ষে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওকে প্রস্তুত রাখা হয়েছে, প্রচার প্রচারণায় মাইকিং করা হচ্ছে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সামগ্রী মজুদ আছে। প্রস্তুত রয়েছে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম।গো-খাদ্য কেনার জন্যে প্রতিটি উপজেলায় ১ লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়েছে।জানমালের সম্ভাব্য সর্বনিম্ন ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন তৎপর আছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর