টিকা নিলেই গরু উপহার

২৪ মে ২০২১

প্রতি সপ্তাহে করোনার টিকা নেওয়া অধিবাসীদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বাছাই করে একটি গরু উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের  চিয়াং মাই প্রদেশের মায়ে চায়েম জেলা। 

 একটি গরুর মূল্য দশ হাজার ভাট দেওয়া হবে। স্থানীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিতে সবাইকে উৎসাহিত করতে ২৪ সপ্তাহ ধরে এই উদ্যোগ থাকবে। আগামী মাস থেকেই যা শুরু হতে যাচ্ছে। 

রয়টার্স ও সিএনএন


মন্তব্য
জেলার খবর